প্রিয়াঙ্গু পান্ডে

ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্র ছিলেন প্রিয়াঙ্গু পান্ডে। কিন্তু একাদশ শ্রেণীতে পড়াকালীন এমনই কিছু ঘটনা তার সাথে ঘটে যার থেকে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। তিনি এই বিষয়টি বুঝে গিয়েছিলেন যে বর্তমান সময় রাজনীতি ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব নয়।
প্রিয়াঙ্গু পান্ডের মতে, "রাজনীতিকে নোংরা বলা সবার পক্ষে খুবই সহজ, কিন্তু সেই নোংরা রাজনীতিতে প্রবেশ করে সেটিকে পরিষ্কার করতে কেউ চায় না। যদি সবাই এই রাজনীতিকে নোংরা বলে পালিয়ে যায় তাহলে এই নোংরামীর দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে পরিষ্কার কে করবে?"

সেই কারণেই তিনি রাজনীতিতে নিজেকে অন্তর্ভুক্ত করেন। তার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় রাজনীতিতে ঢুকে সেখানকার দুর্নীতি ও নোংরামি কে সাফ করা।
2004 সালে তিনি একজন সাধারন কর্মকর্তা হিসাবে কংগ্রেস ছাত্র পরিষদ থেকে নিজের রাজনৈতিক সফরের সূত্রপাত করেন।
2005 সালে মিউনিসিপাল/পৌরসভার নির্বাচনের পর থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত হন।
2008 থেকে 2010 পর্যন্ত তিনি যুব কংগ্রেসের জেলা অধ্যক্ষ, জেলা সচিব, মহাসচিব এবং রাজ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তারপরেই 2010 সালে তিনি কংগ্রেস থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
2018 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর তিনি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য কার্য সমিতির সদস্য হন।
2021 সালে তিনি ফিরে যান তৃণমূলে এবং সেখানে নিজের কার্যভার দায়িত্বের সাথে পালন করতে থাকেন।

Contact

Email

priyangu.priyesh@gmail.com

Phone

+9198367 20666

Address

Kankinara, Jagatdal, Bhatpara
Barrackpore - 743126